খোয়াই: এক অভিনব কায়দায় উওর দূর্গানগর বৃদ্ধাশ্রমে নিজের মেয়ের জন্মদিন পালন করলো সুমন ঘোষ
Khowai, Khowai | Dec 1, 2025 *এক অভিনব কায়দায় বৃদ্ধাশ্রমে নিজের মেয়ের জন্মদিন পালন করলো সুমন ঘোষ* সোমবার রাত আটটা নাগাদ খোয়াই মরা নদী এলাকায় যুগল ঘোষের ছেলে সুমন ঘোষ সপরিবারে তার মেয়ে জিয়াংশির চতুর্থ তম জন্মদিনে বৃদ্ধাশ্রমে কেক কাটার মাধ্যমে এবং পরবর্তীতে বৃদ্ধাশ্রমে মা-বাবাদের হাতে কম্বল তুলে দেওয়ার মাধ্যমে এক অনবদ্য ব্যবস্থাপনায় তাদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে জন্মদিন পালন।