গড়বেতা ১: কালীপুজো উপলক্ষে গরবেতায় প্রতিটি মন্দিরে ধুপ প্রদীপ ও মোমবাতি জ্বালালো বিজেপি
কালী পুজো উপলক্ষে গরবেতায় সমস্ত মন্দিরে ধুপ প্রদীপ জ্বালালো বিজেপি। আজ সোমবার দীপাবলি এবং কালীপূজো উপলক্ষে গড়বেতার তিন নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে গরবেতা শহরের প্রত্যেকটি মন্দিরে পৌঁছে যান বিজেপি নেতৃত্বরা। এদিন রাত্রি প্রায় সাড়ে দশটা নাগাদ শহরের প্রতিটি মন্দিরে ধুপ প্রদীপ এবং মোমবাতি জ্বালিয়ে মায়ের কাছে আশীর্বাদ চান তারা, সেই সাথে সকলের জন্য মঙ্গল কামনা করেন।