বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে শনিবার ভদ্রেশ্বর গোল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইষ্টার্ণ রেলওয়ে এফ সি বনাম ইয়ং ইউনাইটেড ফুটবল সেন্টারের খেলায় জয়ের ধারা অব্যাহত রাখলেন রেলওয়ের স্ট্রাইকার সেখ গুলাব। একইসঙ্গে তারা পৌঁছালো ফাইনালে। কোয়ার্টার ফাইনালে গুলাব ২টি গোল করে দলকে এগিয়ে নিয়ে গেছিলেন। সেমিফাইনালেও প্রথমার্ধের ২০ মিনিটের মাথায় তার জোড়ালো সর্টে এগিয়ে গেল রেল। যদিও এদিন প্রথমার্ধের খেলায় আধিপত্য ছিল ইয়ং ইউনাইটেডের। কিন্তু একাধিক সুযোগ নষ্ট করে দুপক্ষই।