কল্যাণী: কালীপুজোর আগে পৃথক 3টি জায়গায় চলা জুয়ার আসরে হানা দিয়ে 31 জন জুয়ারীকে 43110 টাকা সহ গ্রেফতার করলো কল্যানী থানার পুলিশ
Kalyani, Nadia | Oct 20, 2025 কালীপুজোর আগের রাতে একাধিক জায়গায় চলা জুয়ার আসরে হানা দিয়ে 31 জন জুয়ারীকে গ্রেফতার করলো কল্যানী থানার পুলিশ। সূত্রের খবর, রবিবার রাতে কল্যাণী পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এক যোগে কল্যানির 3 টি জায়গা কল্যাণী সীমান্ত,সগুনা সুভাষ নগর ও খেজুরতলা এলাকায় বেআইনি ভাবে বসা জুয়ার আসরে হানা দেয়। পুলিশ সূত্রে খবর, খেজুরতলায় বসা জুয়ার আসর থেকে 21 350 টাকা সহ 12 জনকে,সীমান্ত এলাকা থেকে 15 210 টাকা সহ 15 জনকে ও সগুনা এলাকা থেকে 6550 টাকা সহ 4 জন জুয়ারীকে গ্রেফতার করে।