তেহট্ট ১: দুর্গা পূজা উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার্থে তেহট্ট ফেরীঘাটে সব রকম ব্যবস্থা আছে,জানালেন তেহট্ট ফেরিঘাটের ইজারাদার
শুরু হয়েছে দুর্গাপূজা জলঙ্গী নদীতে হবে বিসর্জন এর পরিপেক্ষিতে সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় তেহট্ট ফেরি ঘাটের ইজারাদার বিশ্বজিৎ মাঝি তেহট্টের ফেরিঘাটে দাঁড়িয়ে জানালেন, দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা করে রাখা হয়েছে।