ধর্মনগর: শনিবার রাতে ধর্মনগর রেল ষ্টেশনে ৭৫কেজি গাঁজা সহ আটক রেল দপ্তরের ৬ অস্থায়ী কর্মচারী আগরতলা দেওঘর এক্সপ্রেস থেকে
শনিবার রাতে ধর্মনগর রেল ষ্টেশনে ৭৫কেজি গাঁজা সহ আটক রেল দপ্তরের ৬ অস্থায়ী কর্মচারী। আগরতলা দেওঘর এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ ৬ যুবকে আটক করা হয় বলে জানান অফিসার ইনচার্জ জিআরপিএফ উত্তম কলই। তারা হল যথাক্রমে প্রিয়াংশু দাস (১৯) চন্দন কুমার সাহা (৪০) নিতীশ কুমার জা (৩৯) মুকেশ কুমার সাহা( ৪১) সানি কুমার (২৪) ফয়েস আলী (২৭) তাদের কারো বাড়ি পশ্চিমবঙ্গে আবার কারো বাড়ি বিহার রাজ্যে জানা যায়।