খয়রাশোল: মোবাইলের নেশা ভুলে মাঠে তরুণরা! খয়রাশোলে তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় রোমাঞ্চে ভাসল থামতাড়া
খয়রাশোল ব্লকের থামতাড়া খান স্পোর্টিং যুবকবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হলো তিন দিবসীয় ফুটবল প্রতিযোগিতা। মোবাইলের নেশা থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়। ঝাড়খণ্ড, বর্ধমান ও বীরভূম জেলার মোট ১৬টি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। ১৩ই আগস্ট ফাইনালে মুখোমুখি হয় সাদিয়া-রাহাত নাইন স্টার থামতাড়া ও এস বি এ লোকপুর একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে দুই-শূন্য গোলে বিজয়ী হয় এস বি এ লোকপুর একাদশ।