চাঁচল ১: ডিজিটাল যুগে দূরত্ব ঘোচাল ভাইফোঁটা: ভিডিও কলেই ভাইকে ফোঁটা দিলেন চাঁচলের শিক্ষিকা
ভাইয়ের শুভকামনায় ফোঁটা দেন বোনেরা। বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। এই দিনটিতে ভাই-বোনেরা একত্রিত হয়ে উৎসবে মেতে ওঠেন। কিন্তু ভাই বা বোনেদের অনেকেই কর্মসূত্রে বা বিবাহসূত্রে বাইরে থাকেন। তাদের অনেকেই ফিরতে পারেন না। কিন্তু ডিজিটাল যুগ সেই দূরত্বকে ঘুচিয়ে দিয়েছে। ফোনে ভিডিও কলের মাধ্যমেই বোনেরা ভাইকে ফোঁটা দেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। যারা দূরে রয়েছেন, ডিজিটাল ফোঁটা দিয়েই ভাইকে শুভকমনা জানিয়েছেন দিদি-বোনেরা।