মানবাজার ২: বারী স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ২৪ তম প্রাক্তন মন্ত্রী স্বর্গীয় সিতারাম মাহাত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের
বারী স্কুল মাঠে অনুষ্ঠিত হলো ২৪ তম প্রাক্তন মন্ত্রী স্বর্গীয় সিতারাম মাহাত স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের।শুক্রবার বেলা ১২ টা নাগাদ উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিয়তী মাহাত, জেলা পরিষদের পুর্ত কর্মাধ্যক্ষ হংসেশ্বর মাহাত,বিশিষ্ট সমাজসেবী জগদীশ চন্দ্র গাঙ্গুলি,শান্তি গোপাল গাঙ্গুলি, সন্তোষ মাহাত, মান-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অমিতেশ মাহাত,বারী জাগ্দা আঞ্চলের প্রধান, উপপ্রধান সহ ব্লক, আঞ্চলও গ্রামের বহু বিশিষ্ট জনেরা।