বর্ধমান ১: টোটোর রেজিষ্ট্রেশন নিয়ে বর্ধমানের পথে নামলো সিটু,জেলা পরিবহণ দপ্তরের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি তাদের
বর্ধমানে প্রায় ১২ হাজার টোটো চলছে। এর আগে তিনবার বিভিন্ন কারন দেখিয়ে টাকা নেওয়া হয়েছে। এবারও আবার রেজিষ্ট্রেশনের নামে প্রায় ১৮০০ টাকা করে নেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, টোটো আজ বর্ধমান সহ সমগ্র রাজ্যে সুলভ, জনপ্রিয় যাত্রী পরিবহন যানে পরিণত হওয়া সত্ত্বেও এই নিয়ে রাজ্য সরকারের কোনো সুস্পষ্ট নীতি নেই। যদিও সম্প্রতি টোটো চলাচল সংক্রান্ত বিষয়ে যে গাইড লাইন প্রকাশ করা হয়েছে, তা নিয়ে টোটো চালকদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।