মাথাভাঙা ১: মাথাভাঙ্গা একতাই সম্প্রীতির পরিচালনায় ফকিরের কুঠিতে অনুষ্ঠিত হচ্ছে নৈশ ফুটবল টুর্নামেন্ট
মাথাভাঙ্গা একতাই সম্প্রীতি পরিচালনায় রবিবার সন্ধ্যায় সাড়ে 7 টা থেকে শুরু হলো নৈশ ফুটবল টুর্নামেন্ট। মাথাভাঙ্গা ফকিরের কুঠি মাঠে খেলায় বিভিন্ন এলাকা থেকে ৮ টি দল অংশ নিয়েছে । দুই দিন ব্যাপী এই খেলায় মাথাভাঙা , টাপুর হাট, সিতাই সহ বিভিন্ন দল অংশ নেন। এই খেলা ঘিরে ব্যাপক উৎসাহ ক্রীড়া প্রেমীদের। এই খেলা প্রচুর মানুষ খেলা উপভোগ করেন।