ফরিদপুর দুর্গাপুর: দিনে ব্যাংকের ক্যাশে কোটি টাকার হিসেব রাখেন, রাতে নিজের ঘরই অসুরক্ষিত, দুর্গাপুরে সিটি সেন্টার সংলগ্ন SBI আবাসনে চুরি
দিনে ব্যাংকের ক্যাশে কোটি টাকার হিসেব রাখেন, রাতে নিজের ঘরই অসুরক্ষিত!কালীপুজোর ছুটিতে বাড়ি গিয়েছিলেন এসবিআই-এর ক্যাশিয়ার রূপক চট্টোপাধ্যায়। আর ফিরে এসে যা দেখলেন মাথায় হাত! আলমারি ভাঙা, গয়না-নগদ সব উধাও। দুঃসাহসিক চুরিতে তোলপাড় দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন এসবিআই আবাসন। শুধু রূপকবাবুর ফ্ল্যাটই নয়, একই রাতে আরও দুই ব্যাংক কর্মীর মানষ মাহাতো ও বিজেন্দ্র কুমারের ফ্ল্যাটেও চুরি হয়েছে। এমনকি বাদ যায়নি ব্যাংকের গেস্ট হাউসও। রবিবার সকাল ১১ টায় পা