কালীগঞ্জ: বড় চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের SIR সহায়তা কেন্দ্র পরিদর্শনে MLA আলিফা আহমেদ এবং SIR ভীতি নিয়ে কথা বললেন মানুষের সঙ্গে
Kaliganj, Nadia | Nov 18, 2025 কালীগঞ্জের বড় চাঁদঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় চাঁদঘর গ্রামের ডুবতলা পাড়ায় SIR সহায়তা কেন্দ্র পরিদর্শন করলেন বিধায়িকা আলিফা আহমেদ। সেই সাথে SIR আতঙ্কের মধ্যে ছোট চাঁদঘর গ্রামের তেজ নগর বাসস্ট্যান্ড, হাসপাতাল পাড়া, মধ্যম পাড়া, শিকারীপাড়া,দক্ষিণ পাড়া,মাঠপাড়া, মল্লিকপাড়ায় জনসংযোগ এবং এসআইআর নিয়ে এলাকার স্থানীয় লোকজন দের সঙ্গে কথা বললেন এবং তাঁদের সুবিধা অসুবিধার কথা শুনলেন কালীগঞ্জের বিধায়িকা আলিফা আহমেদে।