ক্যানিং ১: বিধানসভা ভোটের জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক, হেরোভাঙার প্রতিবাদ সভা থেকে কর্মীদের বার্তা
প্রার্থী যেই হন না কেন ক্যানিং পশ্চিম বিধানসভা থেকে তাঁকে ১ লক্ষের বেশি ভোটে জেতাতে হবে, বার্তা বিধায়ক পরেশ রাম দাসের। বুধবার বিকেলে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেরোভাঙা বাজার এলাকায় এস আই আরের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মীদের প্রতি এই বার্তাই দিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক।