ধর্মনগর: আর্ট এন্ড কালচারাল দপ্তর এবং ইয়ং মিজো এসোসিয়েশন, ত্রিপুরা গ্রুপের যৌথ উদ্যোগে জম্পুই হিলে সাংস্কৃতিক অনুষ্ঠান
মিজোরাম সরকারের আর্ট এন্ড কালচারাল দপ্তর এবং ইয়ং মিজো এসোসিয়েশন, ত্রিপুরা গ্রুপের যৌথ উদ্যোগে জম্পুই হিলে শুক্রবার অনুষ্ঠিত হয় মিজো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মিজোরাম সরকারের আর্ট এন্ড কালচারাল দপ্তরের মন্ত্রী সি.লালসাউয়াইভুঙ্গা সহ দুই রাজ্যের শিল্পীবৃন্দরা।