বিষ্ণুপুর ২: খাগড়ামুড়ি অঞ্চলে আমরা কজন ক্লাবের দুর্গপুজোর শুভ উদ্বোধন করলেন বিষ্ণুপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি
মহা চতুর্থীর পূর্ণ লগ্নে বিষ্ণুপুর দু'নম্বর ব্লকের অন্তর্গত খাগড়ামুড়ি অঞ্চলের আমরা কজন ক্লাবের দুর্গোৎসের পূজা মন্ডপের শুভ উদ্বোধন করলেন সাতগাছিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা বিষ্ণুপুর দু'নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতাল এছাড়া উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা।