জামপুইজলা: জম্পুইজলা মহকুমা শাসকের নিকট একাধিক দাবিতে কংগ্রেসের ডেপুটেশন
একাধিক দাবিতে জম্পুইজলা মহকুমা শাসকের নিকট জেলা কংগ্রেসের ডেপুটেশান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে জম্পুইজলা জেলা কিষান কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে বিশালগড় মহকুমা শাসকের নিকট একাধিক বিষয়ের ডেপুটেশান।অবিলম্বে শারদোৎসবের পূর্বেই রেগা শ্রমিকদের সমস্ত বকেয়া ন্যায্য মজুরি প্রধান নিশ্চিত করতে হবে।