জামুড়ীয়াতে চাকরির প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটের সময় জামুড়ীয়াতে এক সভায় এসে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী স্থানীয় বেকার যুবকদের চাকরির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনে জামুড়ীয়াতে বিজেপি এগিয়ে থাকলেও শাসক দল কারচুপি করে জয় ছিনিয়ে নিয়েছিল।শুভেন্দু অধিকারী স্থানীয় যুবকদের আহ্বান জানিয়ে বলেন, সবাই একজোট হয়ে বিজেপিকে জামুড়ীয়ার আসন জেতান। তাহলে এখানকার কারখানাগুলিতে প্রথমে স্থানীয় দক্ষ ও অদক্ষ যুবকদেরই চাকরি দ