আজ অর্থাৎ ২৪ ডিসেম্বর সকালে ঢোলাহাট থানার শিমুলবেড়িয়া পাওয়ার হাউসের কাছে ঢোলা- জুমাই লস্কর হাট মেন রোডের উপর নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় এক মহিলা বাসযাত্রীর, জখম হন বাস চালকসহ ৯ জন, এই ঘটনায় সকালে ট্রাক চালককে জুমাই লস্করহাট এলাকা থেকে গ্রেপ্তার করে বেলা ২টো নাগাদ কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হলে ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক