রাজগঞ্জ: জলঢাকা নদীর জল বেড়ে গিয়ে বামনডাঙ্গা চাবাগানের মডেল ভিলেজে পাচজনের মৃত্যু হল, নিখোঁজ আট জন
জলঢাকা নদীর জল বেড়ে গিয়ে রবিবার বিকেল চারটা নাগাদ নাগরাকাটার বামনডাঙ্গা চাবাগানের মডেল ভিলেজ থেকে ভেসে গিয়ে মৃত এক শিশু সহ পাচজনের দেহ উদ্ধার করল পুলিশ। সব থেকে বেদনাদায়ক ও মর্মান্তিক ঘটনা হল এই মডেল ভিলেজ থেকে সকলের চোখের সামনে থেকেই এক মায়ের কোল থেকে দুইমাসের এক শিশু ভেসে গিয়ে মারা গিয়েছে। নিখোঁজ প্রায় আরো আটজন বলে জানা গিয়েছে। এতবড় বিপর্যয় এর আগে কখনো এই চাবাগানের বাসিন্দারা দেখেনি বলেই জানিয়েছেন।