নিতুড়িয়া: নিতুড়িয়ার রামপুর গ্রামের দুর্গাপুজোর দশমিতে পুরোহিত কাঁদতে কাঁদতে মন্ত্রোচারণ করেন,গ্রামজুড়ে কাঁন্নার রোল
ষষ্ঠীতে আবাহন দশমীতে বিসর্জন"দুর্গা পুজোর এই রীতি বহু প্রাচীন। কিন্তু দশমীর দিন মায়ের বিদায় যেন মন থেকে মেনে নিতে পারেন না পুরুলিয়ার রামপুর গ্রামের পুজোর পুরোহিত। পুরুলিয়ার নিতুরিয়া থানার রামপুর গ্রামের দুর্গাপূজো ঐতিহ্যবাহী প্রাচীন পুজো। পুজোর চারদিন হৈ হুল্লোড় করে পার হলেও দশমীতে মায়ের বিদায় বেলায় এক অন্য চিত্র ফুটে ওঠে। দশমীর পুজোর মন্ত্রচ্চারণ শুরু হতেই কাঁদতে থাকেন পুজোর পুরোহিত সন্তোষ শিকদার। শুরু থেকে শেষ অবদি কাঁদতে থাকেন।