পুরুলিয়া ২: মফস্বল থানার মালথোড় কাশিটাড় থেকে চোর সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী
পুরুলিয়া মফস্বল থানার মালথোড় গ্রামের কাশিটাড় টোলা থেকে অপরিচিত তিন ব্যক্তিকে চোর সন্দেহে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী । দুপুরের দিকে সাধু প্রকৃতির ওই ব্যক্তিদের মফস্বল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।