মোহনপুরে সমবায় সমিতির ভোটে জয়ী তৃণমূলের প্রার্থীদের বিকেল চারটে নাগাদ মিনাখা বিডিও অফিস থেকে দেওয়া হল সংবর্ধনা মিনাখা দু নম্বর ব্লকের অন্তর্গত মোহনপুর অঞ্চলের উপনিতা মহিলা সংঘ বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি'র নির্বাচন হয়। এই নির্বাচনে মোট 14 টি আসনের মধ্যে ১৩ টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা এবং ১ আসনে জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থী। ১৩ টি আসনে পরাস্ত হয় বিজেপি সমর্থিত প্রার্থীরা। ফল ঘোষণা হতেই মিনাখা বিডিও অফিসে মিনাখা