পান্ডুয়া: মুখ্যমন্ত্রীর হাতেই খড়্গ মানায়, আর কারোর হাতে মানায় না : পান্ডুয়ায় বললেন রচনা ব্যানার্জি
Pandua, Hooghly | Oct 21, 2025 মুখ্যমন্ত্রীর হাতেই খড়্গ মানায়, আর কারোর হাতে মানায় না, আজ মঙ্গলবার বেলা একটা নাগাদ পান্ডুয়ায় বললেন রচনা। মঙ্গলবার হুগলির পান্ডুয়ায় বিভিন্ন কালীপুজোর মন্ডপ পরিদর্শন করেন হুগলির সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গোহাট মেলা তলা ব্যবসায়ী সমিতির পুজোয় এসে তিনি বলেন, আমি যেন সাতটা বিধানসভার মানুষের কাছে যেতে পারি, চেষ্টা করি সকলকে আনন্দ দেওয়ার। যতটা সম্ভব হয় চেষ্টা করি। এখনো পর্যন্ত পাঁচটা ঠাকুর দেখেছি।