হলদিবাড়ি: হলদিবাড়ি বাঁশকালীবাড়ি মন্দিরে ভক্তদের উপচে পরলো ভীর
হলদিবাড়ি বাঁশকালীবাড়ি মন্দিরে ভক্তদের উপচে পরলো ভীর। শত বর্ষ প্রাচীন হলদিবাড়ি বাঁশকালীবাড়ি মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে কালিপুজো। সোমবার সন্ধ্যার পর থেকেই মন্দির চত্ত্বরে ভীর জমাতে থাকেন ভক্তরা। পুজোর পাশাপাশি মোমবাতি ও ধুপকাঠী জ্বালিয়ে প্রার্থনা করতে দেখা যায় আহত আগত দর্শনার্থী তথা ভক্তদের। এদিন সেখানে উপস্থিত ছিলেন পুজো কমেটির সম্পাদক তথা হলদিবাড়ি পুরসভার পুরপ্রধান শংকর কুমার দাস সহ পুজো কমেটির অনান্য সদস্যরা।