বর্ধমান ১: ভাতারের ভূমশোড় গ্রামে এসআইআর আতঙ্কে আরও একজনের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য
মৃতার নাম মস্তুরা খাতুন(৪০)। পরিবারের অভিযোগ,এসআইআর ফর্ম ফিলাপ করা নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন মস্তুরা খাতুন।ফর্ম ফিলাম করলে তাঁর সরকারী সুযোগ-সুবিধাও চলে যেতে পারে,নাম বাদ চলে যেতে পারে এই আতঙ্কে ভুগছিলেন তিনি।এমতাবস্থায় মস্তুরার বড়দি আস্তুরা খাতুন শুক্রবার বুঝিয়ে তাঁকে ফর্ম ফিলাপ করান।অভিযোগ,এরপরই একপ্রকার এসআইআর আতঙ্কে গভীররাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মস্তুরা খাতুন।