কল্যাণী: মদনপুর বাজারে বিজেপির SIR সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক অম্বিকা রায়
Kalyani, Nadia | Nov 15, 2025 কল্যাণী বিধানসভার অন্তর্গত গ্রামীণ মন্ডল ১ এর উদ্যোগে মদনপুর বাজার প্রাঙ্গণে ভারতীয় জনতা পার্টির SIR সহায়তা কেন্দ্রর শুভ সূচনা হলো শনিবার। এদিন এই SIR সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। উপস্থিত ছিলেন কল্যাণী গ্রামীন মন্ডল ১ এর নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা। এই সহায়তা কেন্দ্র থেকেই এলাকার সাধারণ ভোটারদের SIR ফর্ম পূরণ করে দেবেন বিজেপি কর্মীরা। শনিবার এই সহায়তা কেন্দ্র উদ্বোধনের পর সহায়তার কাজ শুরু করেন বিজেপি কর্মীরা।