মৃতের নাম ইউসা আহমেদ শেখ(১৭)।পরিবার সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার দুপুরে বাইরে থেকে কীটনাশক খেয়ে ঘরে ফেরে সে। মুখ থেকে কীটনাশকের উৎকট গন্ধ পেয়ে পরিবারের লোকজন তাকে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শনিবার সন্ধ্যায় সে মারা যায়। তার আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।