নানুর: কীর্ণাহারে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি; পরিদর্শনে BDO
Nanoor, Birbhum | Oct 11, 2025 আজ অর্থাৎ শনিবার কীর্ণাহার তারাপদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে পরোটা গ্ৰামের দুটি বুথের বাসিন্দা দের নিয়ে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ক্যাম্প। এদিন দুপুর নাগাদ ওই ক্যাম্প পরিদর্শন করলেন বিডিও সন্দীপ সিংহ রায় সহ অন্যান্যরা। এদিন ওই ক্যাম্পে এলাকার বিভিন্ন সমস্যা ও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় গুলি উদ্বোধন আধিকারিকদের সামনে তুলে ধরেন গ্রামবাসীরা। এবং সেগুলি ওই প্রকল্পের মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।