কালনা ২: স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে আনুখাল গ্রাম পঞ্চায়েতের দত্ত দারিয়াটন গ্রামে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিলেন ৮৭ জন
বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে আনুখাল গ্রাম পঞ্চায়েতের দত্ত দারিয়াটন গ্রামে রক্তদান শিবিরের আয়োজন করা হল। কালনা মহকুমা হাসপাতালে রক্ত সংকট দূর করতে এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৮৭ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রণব রায় সহ অন্যান্যরা।