শীতলকুচি: পাগলা পীর চৌপথি গোবরধন মন্দিরের পক্ষ থেকে দামোদর ব্রতের শেষ দিনে পথ পরিক্রমা সাধুসন্তদের
বৃহস্পতিবার শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের অন্তর্গত পাগলা পীর চৌপতি থেকে মোলাঙ্গীবাজার চৌপতি পর্যন্ত পাগলা পীর গোবর্ধন মন্দির এর পক্ষ থেকে পদ পরিক্রমা অনুষ্ঠিত হয়। জানা যায় দীর্ঘ এক মাস ব্যাপী দামোদর ব্রতর শেষ দিনে এই পথ পরিক্রমা করল সাধু সন্তরা। জানা যায় দীর্ঘ একমাস ধরে ধর্মীয় রীতিনীতি মেনে প্রতিদিন সকালে স্নান করার পর ভগবানের আরাধনা করেন আজকে তার শেষ দিন সেই পরিপ্রেক্ষিতে এই পরিক্রমা।