পুরানো বিবাদের জেরে শ্রাবণ্ডি গ্রামে শশধর কালিন্দী নামের ব্যক্তিকে কুড়ুল দিয়ে প্রাণে মারার অভিযোগে গতকাল বাগমুন্ডি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে শসধর বাবু বিরিঞ্চি কালিন্দির বিরুদ্ধে,তার লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত চালিয়ে আত্মীয় বিরিঞ্চি কালিন্দিকে গ্রেফতার করে এদিন দুপুরে কোর্টে পেশ করে বাগমুন্ডি থানার পুলিশ।