কৃষ্ণনগর ১: কৃষ্ণনগরের বারোয়ারি গুলির মধ্যে অন্যতম হাতারপাড়া বারোয়ারি, রীতিনীতি মেনে হাতারপাড়া বারোয়ারিতে হচ্ছে দুর্গাপূজা
কৃষ্ণনগরের উল্লেখযোগ্য কয়েকটি বারোয়ারী গুলির মধ্যে অন্যতম কৃষ্ণনগর হাতার পাড়া বারোয়ারী। সমস্ত রীতিনীতি মেনে কৃষ্ণনগর হাতারপাড়া বারোয়ারিতে হচ্ছে দুর্গাপুজো। প্রতিবছরের মতো এ বছরও দুর্গা পুজোর আনন্দে মেতে উঠেছে বাঙালিরা। নবমীর সন্ধ্যায় কৃষ্ণনগর হাতার পাড়া বারোয়ারিতে উঠে আসলো এক অন্য চিত্র।