জলপাইগুড়ি: আগামী রবিবার মহালয়া, তার আগে জলপাইগুড়ির তিস্তা চরে চলছে দুর্গা মা সেজে ফটোশুটের উৎসব
আগামী রবিবার মহালয়া। তার আগে জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা চরে চলছে দুর্গা মা সেজে ফটোশুটের উৎসব। বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা গেল দূরদূরান্তের মেয়েরা এসে অংশ নিচ্ছেন এই বিশেষ আয়োজনে। কারও হাতে ঢাক, কারও সাজে শাড়ি ও শাঁখা-পলা, আবার কারও সাজ দুর্গা মায়ের রূপে। কাশফুলের ফাঁকে দাঁড়িয়ে কেউ আগমনীর বার্তা ছড়িয়ে দিচ্ছেন ভিডিওর মাধ্যমে, কেউ আবার পেশাদার ফটোগ্রাফারের ক্যামেরায় বন্দি হচ্ছেন নানা ভঙ্গিমায়। চারপাশে উৎসবের আবহ, নদীর ধারে কাশফুলে ভরা মাঠ যেন আরও