নদীয়ার করিমপুর-২ ব্লকের গোয়াস গ্রামে করিমপুর অনামী যাত্রা সমাজের উদ্যোগে রবিবার আনুমানিক বিকাল ৪টা নাগাদ অনুষ্ঠিত হল নাট্য কর্মশালা। দুদিন ধরে চলবে এই নাট্য কর্মশালা। নাট্যচর্চা ও লোকসংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন নাট্যপ্রেমী ও শিল্পানুরাগীরা। এলাকার সংস্কৃতিচর্চায় এই উদ্যোগ নতুন মাত্রা যোগ করেছে বলে মত এলাকাবাসীর।