বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই জঙ্গলমহলের রাজনৈতিক মানচিত্রে বদলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। দলবদলের ঘটনায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে জেলার রাজনৈতিক পরিবেশ। বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদানের প্রবণতা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। শাসক–বিরোধী টানাপোড়েনের আবহে নিজেদের সংগঠন আরও মজবুত করতে তৎপর হয়েছে বিজেপি। সেই চেষ্টারই ছবি ধরা পড়ল ঝাড়গ্রামে।