পুরুলিয়া পৌরসভার প্রাক্তন প্রধান নব্যেন্দু মাহালী যখন তার বাড়ির পাশে পাড়ার নিজ অফিসে কাজ করছিলেন হঠাৎ সেই সময় এলাকারই এক যুবক আঘাত করে প্রাক্তন পরপ্রধান কে । স্থানীয় লোকেরা তাকে তড়িহড়ি পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য এবং ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ওই যুবক গোপী কালন্দি কে গ্রেফতার করেছে পুলিশ ।কি কারণে এই ঘটনা তা তদন্ত শুরু করেছে টাউন থানার পুলিশ।