রাজারহাট: তমলুকে অস্বাভাবিক মৃত্যু দমদমের বাসিন্দা চিকিৎসকের
তমলুকে অস্বাভাবিক মৃত্যু দমদমের বাসিন্দা চিকিৎসকের। গতকাল রাতে কর্মস্থল থেকে আসার পর বাড়িতে পড়ে যান চিকিৎসক শালিনী দাস। এরপর তাকে প্রথমে স্থানীয় নার্সিংহোম ও পরে তমলুক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। শনিবার দমদমের বাড়িতে মৃত চিকিৎসকের বাবা জানান, চিকিৎসায় গাফিলতি থাকতে পারে বলে তাদের সন্দেহ। চ্যানেল কে পড়ালো তাই নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে গোটা বিষয়টি এমনটাই জানান মৃত চিকিৎসকের মামা।