উল্কাপিণ্ডের মতো অজানা আলোর ঝলক দেখা গেল জলপাইগুড়ি ও ময়নাগুড়ির বিস্তীর্ণ আকাশে। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ আকাশ চিরে তীব্র আলোর একটি রেখা ছুটে যেতে দেখে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আলোর ঝলক দেখা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ময়নাগুড়ি বা সংলগ্ন কোনও এলাকা থেকে বিকট শব্দ শোনা যায়, যা ভূপতিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে, এটি সম্ভবত একটি উল্কাপিণ্ড বা ফায়ারবল।