পিংলা: ডেবরা: কুশুমদা এলাকায় তৃণমূল কংগ্রেসের বিজয়ার প্রস্তুতি সভায় বিজেপি ছেড়ে যোগদান তৃণমূলে
সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ১নং কুশুমদা অঞ্চলের বিজয়া সম্মেলনের প্রস্তুতি সভায় আয়োজন করা হয়েছিল সোমবার।সেই প্রস্তুতি সভা থেকেই তৃণমূলে যোগদান করল একাধিক বিজেপি কর্মী। পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতির হাত ধরে তৃণমূলে যোগদান করলো তারা। ১নং কুশুমদা অঞ্চলের বিজেপির তিনজন গুরুত্বপূর্ণ নেতা ও বহু কর্মীবৃন্দ এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।