বিনপুর ২: জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বাঁশপাহাড়ীতে হল শ্যামা পুজোর উদ্বোধন, উপস্থিত মন্ত্রী
ঝাড়গ্রাম জেলা জুড়ে শক্তির আরাধনা, আলোর উৎসবে মাতোয়ারা ঝাড়গ্রাম । ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 ব্লকের বাঁশপাহাড়ী ফাঁড়িতে বাঁশপাহাড়ী গ্ৰামরক্ষী বাহিনীর উদ্যোগে আয়োজিত শ্যামা পুজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা এছাড়াও উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা গ্ৰামরক্ষী বাহিনীর সদস্যরা এবং বাঁশপাহাড়ী ফাঁড়ির পুলিশ অফিসার এবং পুলিশ কর্মীরা। সোমবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন হয় শ্যামা পুজার।