হলদিবাড়ি: চার সহপাঠী মিলে এক বন্ধুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে এলো কলকাতার শিশু সুরক্ষা বিভাগের চেয়ারম্যান
চার স্কুল পড়ুয়া মিলে এক পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে চার পড়ুয়াকে গ্রেফাতার করে হলদিবাড়ি থানার পুলিশ। মঙ্গলবার রাতে সেই স্কুলে এলেন কলকাতা শিশু সুরক্ষা বিভাগের চেয়ারম্যান তুলিকা দাস। সেখানে নির্যাতিতা স্কুল পড়ুয়া ও তার পরিবারকেও ডেকে নেওয়া হয়। সঙ্গে ছিলেন হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রাই সহ বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত হলদিবাড়ি ব্লকের উত্তর বড়ো হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বেসরকারী স্কুলের দশম শ্রেনীর চার পড়ুয়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠে।