রবিবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকল গোপীবল্লভপুর। কুয়াশার দাপট এতটাই যে বেলা এগারোটার পরেও কুয়াশাচ্ছন্ন রয়েছে গোপীবল্লভপুর বাজার এলাকার পাশাপাশি ছাতিনাশোল, আলমপুর টোপগেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকা। সপ্তাহের ছুটির দিন হওয়া সত্ত্বেও গোপীবল্লভপুর বাজারে লোকজনের আনাগোনা খুবই কম। রাস্তার উপর যান চলাচল অনেকটাই কম।