রানিবাঁধ: রানিবাঁধে আদিবাসীদের থানাঘেরাও, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন প্রদান
রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনাসহ সম্প্রতি রাজ্যজুড়ে আদিবাসী ছাত্রী ও নারীদের উপর লাগাতার ধর্ষণ, শ্লীলতাহানি ও নির্যাতনের প্রতিবাদে উত্তাল হলো রানিবাঁধ। বৃহস্পতিবার দুপুরে রানিবাঁধ বাজার থেকে আদিবাসীরা হাতে ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে মিছিল করে থানার সামনে পৌঁছে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বারবার এমন জঘন্য অপরাধের ঘটনা ঘটলেও প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। তাঁরা অবিলম্বে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান।