কাঁথি ৩: কৌশল্যা দক্ষিণ বুথে আজ একটি ঢালাই রাস্তা নির্মাণনের সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প কাঁথি ৩ব্লকের ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েতের কৌশল্যা দক্ষিণ বুথে একটি ঢালাই রাস্তার শুভ সূচনা অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হলউপস্থিতি ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ , নন্দ দুলাল মাইতি প্রধান ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য কর্মকর্তা