রাজারহাট: ষষ্ঠীর দুপুরে শ্রীভূমির অদূরেই একটি AC চারচাকা গাড়িতে অগ্নিকাণ্ড
ষষ্ঠীর দুপুরে শ্রীভূমির অদূরেই একটি এসি চারচাকা গাড়িতে অগ্নিকাণ্ড। রবিবার ঘটনাটি ঘটেছে লেকটাউন থেকে বাঙুরমুখী ভিআইপি রোডে, গাড়ির এসি থেকে ধোঁয়া বার হতে দেখে তড়িঘড়ি নেমে যান যাত্রীরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই গাড়িতে তিন জন ছিলেন। তাঁরা ওই গাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। গাড়িটিতে হঠাৎ আগুন লেগে যায়। ভিআইপি রোডের উপরে গাড়িটিতে আগুন লাগার বিষয়টি নজরে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন এবং আগুন নেভানো হয়।