মোবাইল ফোন নিয়ে ভাই–বোনের মধ্যে বচসার জেরে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার মজলিশপুর গ্রামে। পুলিশ জানিয়েছেন বছর ১৪-র মৃত কিশোরীর নাম শ্রাবণী বাগদি। বুধবার বিকেলে মৃতের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে শ্রাবণীর সঙ্গে তার ভাইয়ের মোবাইল ফোন ব্যবহার নিয়ে বচসা হয়। সেই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে শ্রাবণী। এরপর সে নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় বলে অভিযোগ।