নলহাটি ২: ব্লকের নতুন ভিডিও সাহেবাকে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে বিদায়ী বিডিও রজত রঞ্জন দাস পদোন্নতি হয়ে মালদা চলে গেলেন
নলহাটি দুই নম্বর ব্লকের বিডিও রজত রঞ্জন দাস পদোন্বতি পেয়ে DM&DC হয়ে মালদা চলে গেলেন। উনার পরিবর্তে নতুন বিডিও হয়ে এলেন প্রিয়াঙ্কা সাধু খান। তাঁকে দায়িত্ব ভার বুঝিয়ে দিয়ে মালদার কর্মস্থলের উদ্যেশ্যে চলে যান। নতুন বিডিও সাহেবাকে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে বিডিও রজত রঞ্জন দাস ব্লক অফিস ছেড়ে যাওয়ার সময় তাঁকে সদ্য নিযুক্ত নতুন বিডিও, জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ ব্লকের সমস্ত আধিকারিকরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন।