পূর্বস্থলী ২: লক্ষীপুরে টোটো রাখাকে কেন্দ্র করে বিবাদ, টোটো বন্ধ করে প্রতিবাদ টোটো চালকদের, এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে RPF
লক্ষীপুর স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ডে টোটো রাখতে না পারায়, টোটো বন্ধ রেখে প্রতিবাদ স্থানীয় এলাকার টোটো চালকদের। ফলে বিপাকে সাধারণ মানুষ। ঘটনায় এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে কাটোয়া আরপিএফ এর বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে স্থানীয় এলাকার এক ব্যক্তি রেলের ঐ নির্দিষ্ট জায়গা তিনি লিজ নিয়ে গ্যারেজ করছেন। ফলে যেখানে আগে টোটো স্ট্যান্ড ছিল সেখান থেকে টোটো সরিয়ে নিয়ে যেতে বলেছে টোটো চালকদের ওই ব্যক্তি, পোতা হয়েছে এলাকায় পিলার।