সাব্রুম: সাব্রুম মহকুমার হরিনারায়নপুরে ঐতিহ্যবাহী অষ্ট নাগ পুজা অনুষ্ঠিত হয়,ভক্তদের মধ্যে দেখা যায় ব্যপক উদ্দীপনা
সাব্রুম মহকুমার হরিনারায়নপুরে ঐতিহ্যবাহী অষ্ট নাগ পুজা অনুষ্ঠিত হয়,ভক্তদের মধ্যে দেখা যায় ব্যপক উদ্দীপনা। ১৪ সেপ্টেম্বর রাত ৮ ঘটিকায় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়।এইদিনই রাত ৯ ঘটিকা থেকে শুরু হয় পদ্মপুরাণ পাঠের আসর।হিন্দু ধর্মের একটি উল্লেখযোগ্য পুজা হচ্ছে অষ্ট নাগ পুজা।সাব্রুম মহকুমার এই একটি মাত্র অষ্ট নাগ পুজা হয়ে থাকে।গত ৫৫/৬০ বৎসর ধরে সাব্রুম মহকুমার বিবেকানন্দ পল্লী গ্রাম পঞ্চায়েতের হরিনারায়ন পুরে অনুষ্ঠিত হচ্ছে অষ্ট নাগ পুজা।